২১তম জাতীয় টিকা দিবসে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে ০-৫ বছর বয়সী শিশুকে ২ ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হয়। 'আমাদের সব ভালোবাসা শিশুদের জন্য' এই স্লোগানে হসপিটালের চেয়ারম্যান ও লিপোরোস্কোপিক সার্জন প্রফেসর ডা. সরদার এ নাঈম, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জোনাইদ শফিকের তত্ত্বাবধানে প্রায় ১২০০ শিশুকে টিকা খাওয়ানো হয়। শিশু মেলাটি উদ্বোধন করেন হসপিটালের পরিচালক ডা. এস এম শহীদুল্লাহ, ইপিআই ডিজিএইচএসের সহকারী পরিচালক ডা. মো. তাজুল ইসলাম এ বারী প্রমুখ। বিজ্ঞপ্তি সূত্র - bd-pratidin.com

